হোম > জাতীয়

রাজার হঠাৎ আমন্ত্রণে ভুটানে তথ্যমন্ত্রী আরাফাত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে মিনিস্টার ইন ওয়েটিং ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সফরের পুরো চার দিন সব অনুষ্ঠানে রাজার সঙ্গে ছিলেন তিনি। খুশি হয়ে রাজা তাঁর সঙ্গেই ভুটান যেতে আমন্ত্রণ জানান মন্ত্রীকে।

রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর সঙ্গেই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আজ শুক্রবার ভুটান পৌঁছান। রাজার সঙ্গে দেশটির রাজধানী থিম্পুর পথে ড্রুক এয়ারের ফ্লাইটে ও পারো আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা ছবি ফেসবুকে দিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। 

এর আগে রাজা গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে থেকে সড়কপথে ভারত হয়ে নিজের দেশে প্রবেশ করেন। দেশটির দক্ষিণাঞ্চলের জেলা গেলেফু সিটিতে এক রাত অবস্থান করেন তাঁরা। সেখান থেকে আকাশপথে পারো পৌঁছান তাঁরা। 

আজকের পত্রিকা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূত শিব নাথ রায় বলেন, তথ্যমন্ত্রীর সফরটি রাজার আগ্রহে অনেকটা আকস্মিকভাবেই হচ্ছে। যেহেতু মন্ত্রী থিম্পুতে, তাঁর জন্য কিছু কর্মসূচি ঠিক করা হচ্ছে। 

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি স্থানীয় ভাষা জংখায় অনুবাদ করা হয়েছে। জংখায় অনুবাদ করা সংস্করণটির প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী থাকবেন। স্থানীয় গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের উদ্যোগে অনুবাদটি সম্পন্ন হয়। 

রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদূত জানান, তথ্য প্রতিমন্ত্রী কলকাতা হয়ে সোমবার ঢাকা ফিরবেন।

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী