হোম > জাতীয়

সিটি করপোরেশন নির্বাচন: সবখানে অপরাজিত টিটু, ১৭ কেন্দ্রে সূচনার হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্যসমাপ্ত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ছিল ১২৮ টি। বিজয়ী মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু সব কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। অপর সিটি করপোরেশন কুমিল্লায় মেয়র পদে বিজয়ী তাহসীন বাহার সূচনা অবশ্য ১০৫টি ভোটকেন্দ্রের ১৭ টিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েছেন। 

দুই সিটির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। গত শনিবার এই দুই সিটিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ময়মনসিংহে টিটু ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। বাকি তিনজনই (এহতেসামুল আলম, মো. রেজাউল হক ও শহিদুল ইসলাম) তাঁদের জামানত হারিয়েছেন। 

এই সিটি নির্বাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে বাকিরা ভোটের লড়াইয়ে কাছাকাছিও যেতে পারেনি। শুধু ২৬ নম্বর ওয়ার্ডের দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা, মধ্য বাড়েরা (পুরুষ) কেন্দ্রে টিটু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র এক ভোট বেশি পেয়েছেন। এই কেন্দ্রে টিটু পেয়েছেন ৮৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্ক পেয়েছেন ৮৬৩ ভোট। 

কুমিল্লায় বিজয়ী সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে মেয়র হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল হক সাক্কু ২৬ হাজার ৮৯৭ ভোট ও মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। জামানত হায়িছেন আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম। 

সাক্কুর কাছে যে ১৫ কেন্দ্রে ভোট কম পেয়েছেন সূচনা। বিঞ্চুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন, বিঞ্চুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন, ভাটপাড়ার নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয় (নিচ তলা), গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামকৃঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা মডার্ন স্কুল (প্রাইমারি শাখা, মূল ভবন নিচতলা), হোচ্ছামিয়া লুত্ফুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় (পদ্মা ভবন), তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বঙ্গবন্ধু ভবন), বিসমিল্লাহ কিন্ডারগার্টেন, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সরকারি সিটি কলেজ (দক্ষিণ পার্শ্বের হলরুম), জয়পুর সার্বজনীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। 

সূচনার চেয়ে যে দুই কেন্দ্রে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার-হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির