হোম > জাতীয়

আ.লীগের সমাবেশে অসম্মতি: রিটার্নিং অফিসারকে এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। রিটার্নিং অফিসার চিঠিটি পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সমাবেশে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান বিধায় ভবিষ্যতে এ ধরনের বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ‘নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে অনুমতি প্রদান না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লেখ্য, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশনে না প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে আজ মঙ্গলবার সকালে ইসির অসম্মতির কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর