হোম > জাতীয়

আ.লীগের সমাবেশে অসম্মতি: রিটার্নিং অফিসারকে এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। রিটার্নিং অফিসার চিঠিটি পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সমাবেশে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান বিধায় ভবিষ্যতে এ ধরনের বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ‘নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে অনুমতি প্রদান না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লেখ্য, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশনে না প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে আজ মঙ্গলবার সকালে ইসির অসম্মতির কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন