হোম > জাতীয়

আ.লীগের সমাবেশে অসম্মতি: রিটার্নিং অফিসারকে এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। রিটার্নিং অফিসার চিঠিটি পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সমাবেশে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান বিধায় ভবিষ্যতে এ ধরনের বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ‘নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে অনুমতি প্রদান না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লেখ্য, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশনে না প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে আজ মঙ্গলবার সকালে ইসির অসম্মতির কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হচ্ছে না। নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি