হোম > জাতীয়

বোরো ধান উৎপাদনে ৮ সমস্যা ও ৭ সুপারিশ তুলে ধরল কৃষক মজুর সংহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ৮ মে (বৃহস্পতিবার) হাতিরপুলের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। ছবি: আজকের পত্রিকা

বোরো ধান উৎপাদনে খরচের ওপর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ‘বাংলাদেশ কৃষক মজুর সংহতি’। আজ ৮ মে (বৃহস্পতিবার) সংগঠনটির হাতিরপুলে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ কৃষক মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

গত ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ জেলায় পরিচালিত সরেজমিন তদন্তের ভিত্তিতে তাঁরা ৮টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে—কৃষি উপকরণের দাম ক্রমাগত বৃদ্ধি, কৃষকখানাতে পুঞ্জীভূত ঋণ, সরকারি গুদামে ধান দিতে কৃষকদের অনাগ্রহ এবং ধান সংগ্রহে কর্মকর্তাদের অনাগ্রহ, কৃষক পরিচয়পত্র ও সঠিক তালিকার অভাব, কৃষকের গোলাঘরে শস্য সংরক্ষণের ক্ষমতা হ্রাস, কৃষিপণ্য পরিবহন ব্যয় অত্যধিক। তা ছাড়া রয়েছে গ্রামীণ ছোট চাতাল ও ধানের মিল কমে যাওয়া।

বোরো ধানের উৎপাদন খরচের ৮টি সমস্যা ও এর সমাধানে ৭ দফা সুপারিশ প্রস্তাব নিয়ে সংগঠনটির প্রতিনিধিদল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওই তদন্ত প্রতিবেদন খাদ্য উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে দেখেছেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদনের ৭ দফা সুপারিশের মধ্যে রয়েছে—কৃষকদের সমন্বিত ডেটাবেজ তৈরি, খাদ্য অফিসারদের জবাবদিহিতা, ঋণ সরবরাহ বাড়ানো, গ্রামীণ গুদাম ও সংরক্ষণাগার গড়ে তোলা, ‘কৃষকের অ্যাপ’ জনপ্রিয় করা, সেনাবাহিনীর নজরদারি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু করা।

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম