হোম > জাতীয়

তিস্তা সংকট নিরসনে ভারতের ওপর জোর বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তিস্তা নদীর পানিবণ্টন সংকট সমাধানে ভারতকে পদক্ষেপ নিতে জোর দিয়েছে বাংলাদেশ। ফ্রান্স সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্যারিসে বৈঠক করেন। সেখানে এ কথা বলেন এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিনিস্ট্রিয়াল ফোরামের বৈঠকের আগমুহূর্তে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গতকাল সোমবার প্যারিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টন ইস্যু সমাধানের গুরুত্ব আবারও তুলে ধরেন এ কে আবদুল মোমেন। এ সময় এস জয়শঙ্কর ভারত সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন। তবে কুশিয়ারা নদী নিয়ে যে আলোচনা চলমান, তা এগিয়ে নিতে একমত হন দুই মন্ত্রী। 

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ সময় এস জয়শঙ্কর চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জেসিসি বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। এর আগে সংশ্লিষ্ট যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রয়োজনীয়তার বিষয়টিতে জোর দেন দুই মন্ত্রী।

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা