হোম > জাতীয়

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে গেজেট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারজন খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এদের খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা (সাংবাদিক) পাবেন।

তবে বঙ্গবন্ধুর কোন চারজন খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করা হচ্ছে, তা জানাননি মন্ত্রী। গেজেট প্রকাশের আগে এ নিয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি তিনি।

এর আগে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, এ বি এম এইচ নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন ওরফে মোসলেম উদ্দিনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরপর তাদের খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে জামুকার সদস্য ও সাংসদ মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কিন্তু তাদের মধ্যে কোন চারজনের খেতাব বাতিল হবে, আজকের বক্তব্যে তা জানাননি মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করা হচ্ছে। রাষ্ট্রীয় খেতাব বাতিল হলে তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব