হোম > জাতীয়

অবশেষে নিয়োগ পেলেন সেই ৪ হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দফায় দফায় পেছানোর পর অবশেষে নিয়োগ পেলেন ৪২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ পাওয়া প্রায় ৪ হাজার চিকিৎসক। আজ মঙ্গলবার জনপ্রশাসন বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

একই সঙ্গে চলতি মাসের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালে ৪২ তম বিশেষ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ৩ হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগ প্রদান করা হলো। 

করোনা মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে গত বছরের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হোন ৬ হাজার ২২ জন। 

পরে ৫ মে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি জানায়, ৪২ তম বিএসএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কিন্তু করোনা মহামারিকে কেন্দ্র করে কয়েক দফা পরীক্ষার সময় পেছানো হয়। 

পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে অনুমতি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেই আলোকে এই ৪ হাজার চিকিৎসককে নিয়োগ দিল সরকার।

নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা:

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার