বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে মালেশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয়রনম্যান মেডেল অর্জন করলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
আয়রনম্যান প্রতিযোগিতা এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় বিরতিহীনভাবে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন সর্বমোট ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব ১৭ ঘণ্টার মধ্যে শেষ করতে হয়।
মিশু বিশ্বাস কৃতিত্বের সঙ্গে ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব মাত্র ১৩ ঘণ্টা ১৯ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪১ মিনিট, ১৮০ দশমিক ২ কিলোমিটার সাইকেল শেষ করেছেন ৭ ঘণ্টা ১১ মিনিট এবং ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথন শেষ করেছেন ৪ ঘণ্টা ৭ মিনিটে। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেছেন। সিভিল সার্ভিসে তিনিই প্রথম আয়রনম্যান যিনি সফলতার সঙ্গে এই কঠিনতম চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।
নাভানা গ্রুপ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিযোগিতা তার সহযোগী পার্টনার ছিল।
ইতিপূর্বে তিনি ২০২১ সালে তুরস্ক আয়রনম্যান ৭০ দশমিক ৩ সফলভাবে সম্পন্ন করেন এবং ২০২০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, ম্যারিন ড্রাইভ ৫০ কিলোমিটার আলট্রা ম্যারাথন এবং সিঙ্গাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথন সহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।