হোম > জাতীয়

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন করতে হবে: উপদেষ্টা ফরিদা

খুলনা প্রতিনিধি

খুলনায় জুলাই আন্দোলনে আহতদের মধ্যে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ‘দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে। ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ যদি দমন করতে না পারি, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব। আর এ অপরাধ সামাজিক আন্দোলন করে প্রতিরোধ করতে হবে। অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। তাদের সহযোগিতা করতে হবে।’

‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার জানান, মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের কল্যাণে অচিরেই আলাদা অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, ‘চব্বিশের আন্দোলনে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, যাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁরা নানা কষ্টে আছেন। তাঁদের কষ্ট লাঘবে সময় লাগবে।’ আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। স্বৈরাচার যদি ৫ তারিখে না যেত তাহলে কী হতো? কেউ হিসাব-নিকাশ করে আন্দোলনে নামেননি। তাঁরা ত্যাগ, সাহস ও যে চিন্তা থেকে আন্দোলন করেছেন—তেমনি আন্দোলন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখেছিলাম।’

ফরিদা আখতার বলেন, ‘চব্বিশের আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, আর জনগণ তাঁদের পাশে ছিল। ফ্যাসিবাদীরা পালিয়েছে, কিন্তু তারা নানা ফরম্যাটে আছে। এখন আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে এ দেশের মানুষ ক্ষমা করবে না। আমাদের কাজেও ভুল হতে পারে, সেগুলো সংশোধন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।’

উপদেষ্টা জানান, সরকার ঘোষণা দিয়েছে, যত দিন পর্যন্ত দরকার তত দিন আহতদের চিকিৎসার খরচ সরকার দেবে। এ কাজে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টাও বিষয়টি নিয়ে সংবেদনশীল।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ৫৩ জনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যাত্রা করলেন নৌবাহিনীর ৭১ সদস্য

জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা নোয়াব সভাপতির

বাংলাদেশ-ভারত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

বিএনপি মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যাকাণ্ড: বেশ অগ্রগতি হয়েছে, মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে

হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর