হোম > জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড: বৈঠকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এই বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে বৃহস্পতিবার আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সচিবালয়ে নাসিমুল গনির দপ্তরে সভায় বসেছেন তদন্ত কমিটির সদস্যরা। সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তদন্ত কমিটির সদস্যদের।’

বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে গেছে। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভবনটিতে শুধু উপদেষ্টারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই ভবনের যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে, সেসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা আগামী রোববার থেকে বিকল্প উপায়ে অফিস করবেন।

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র