হোম > জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড: বৈঠকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এই বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে বৃহস্পতিবার আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সচিবালয়ে নাসিমুল গনির দপ্তরে সভায় বসেছেন তদন্ত কমিটির সদস্যরা। সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তদন্ত কমিটির সদস্যদের।’

বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে গেছে। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভবনটিতে শুধু উপদেষ্টারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই ভবনের যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে, সেসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা আগামী রোববার থেকে বিকল্প উপায়ে অফিস করবেন।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির