হোম > জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড: বৈঠকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসেছে। আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এই বৈঠক শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে বৃহস্পতিবার আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে তিন দিনের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সচিবালয়ে নাসিমুল গনির দপ্তরে সভায় বসেছেন তদন্ত কমিটির সদস্যরা। সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তদন্ত কমিটির সদস্যদের।’

বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে গেছে। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভবনটিতে শুধু উপদেষ্টারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই ভবনের যেসব মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় রয়েছে, সেসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা আগামী রোববার থেকে বিকল্প উপায়ে অফিস করবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা