হোম > জাতীয়

ট্রাইব্যুনালকে ‘আন্ডারমাইন’ করা হচ্ছে, আসিফ নজরুলের মন্তব্যে চেয়ারম্যানের উষ্মা

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই-আগস্টে কোটার আন্দোলন থেকে রূপ নেওয়া অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হতে পারে, তা নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা আইসিটি আইনের মামলার শুনানিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, ট্রাইব্যুনালকে ‘আন্ডারমাইন’ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

শুনানিতে প্রসিকিউটরের উদ্দেশ্যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি, প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে।

তিনি বলেন, ‘এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা সমীচীন হবে না। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন (স্বাধীনতা ক্ষুণ্ন) করা হচ্ছে। কনসার্ন্ড অথরিটিকে (যথাযথ কর্তৃপক্ষ) বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালভাবে নিচ্ছি না। ভবিষ্যতে কেউ এ ধরনের কথা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার