হোম > জাতীয়

এমডি নিয়োগে বিজ্ঞপ্তি, চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে প্রথম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে এই পদে কোনো প্রতিযোগিতা বা বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হতো। তা নিয়ে ছিল নানা বিতর্ক।

২০১১ সালে এমডি পদটি তৈরি হওয়ার পর থেকেই এ কে এম ফজলুল্লাহ একটানা দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ১৪ বছরের মেয়াদে কোনো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি, প্রায় প্রতিবছরই পানির দাম বাড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছিল। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে হাইকোর্ট পদক্ষেপ জানতে চান, এরপর ওয়াসা ভবনে রহস্যজনক আগুন লাগে এবং গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এ কে এম ফজলুল্লাহকে গত বছরের ৩০ অক্টোবর দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এরপর থেকেই মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটি এমডি পদে যোগ্য লোক খুঁজতে শুরু করে।

চলতি বছরের গত ২৪ মার্চ প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পরবর্তীতে কয়েকটি সংশোধিত বিজ্ঞপ্তি বাতিল করে গতকাল বৃহস্পতিবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এমডির পদটি ওয়াসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সংস্থার নকশা, উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর তদারকি করে এবং গ্রাহকের কাছে প্রাথমিকভাবে এমডিই দায়বদ্ধ থাকেন।

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র