হোম > জাতীয়

আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগিতে মগ্ন বাংলাদেশি হাজিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরাফাতের ময়দানে প্রার্থনা করছেন হাজিরা। ছবি: এএফপি

সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) লাখো হাজির পদচারণায় মুখরিত এই ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা, যাদের মধ্যে রয়েছেন বহু বাংলাদেশি হাজি।

গতকাল (বুধবার) রাত থেকেই বিভিন্ন দেশের হাজিদের মতো বাংলাদেশের হাজিরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ সকালেও অনেক বাংলাদেশি হাজি আরাফাতের ময়দানে পৌঁছেছেন। এ বছর বিশ্বের ২০০-এরও বেশি দেশ থেকে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এদের প্রত্যেকেই আরাফাতের ময়দানে অবস্থান করবেন।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ৯ জিলহজ সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার পর থেকে সূর্যাস্তের আগে কিছু সময় আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের জন্য ‘ফরজ’। এটি না করলে হজ পরিপূর্ণ হয় না।

বাংলাদেশি হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে উপস্থিত রয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

আরাফাতের ময়দানে হাজিরা মহান আল্লাহর কাছে দোয়া, পাপমুক্তির জন্য ক্ষমা প্রার্থনা এবং নিজেদের সকল আকুতি-মিনতি নিবেদন করছেন। এই স্থানে অবস্থান করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ।

সূর্যাস্তের পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা দেবেন। সেখানে এক আজান ও দুই ইকামতে হাজিরা মাগরিব ও এশার নামাজ এক সঙ্গে আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। মুজদালিফায় অবস্থান করা হাজিদের জন্য ‘ওয়াজিব’।

উল্লেখ্য, সৌদি সরকারের আবহাওয়া অধিদপ্তর থেকে ধূলিঝড়ের পূর্বাভাস থাকলেও সেইরূপ কিছু ঘটেনি। তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এ পর্যন্ত বাংলাদেশের হাজিরা সুন্দর ও সাবলীলভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করেছেন।

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল