হোম > জাতীয়

আইএলও’র পরিচালনা পর্ষদের উপ-সদস্য নির্বাচিত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানান হয়, ২০২১ থেকে ২০২৪ মেয়াদে আইএলও’র পরিচালনা পর্ষদের উপ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জেনেভায় আইএলও’র ১০৯ তম অধিবেশন চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইএলও’র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলর প্রার্থী হিসেবে ২১০ ভোট পেয়েছে। প্রার্থিতা ঘোষণার পর থেকেই জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অন্যান্য সমস্যা রাষ্ট্রর সমর্থন পেতে জোর নির্বাচনী প্রচারণা চালায়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের নেতৃত্বে ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ প্রতিনিধি দল এই ভার্চ্যুয়াল নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময়ে শ্রম সচিবকে এম আবদুস সালাম জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান এতে যোগ দেন।

আইএলও’র পরিচালনা পর্ষদে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ ২০১৪-২০১৭ এবং ২০১৭-২০২১ মেয়াদে উপ-সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব