হোম > জাতীয়

এনআইডি সংশোধন সেবায় দুর্ভোগ কমেছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, প্রতি মাসে আগে যেখানে গড়ে ১ লাখ ৯২০ করে এনআইডি সংশোধনের আবেদন পড়ত, এখন তা কমে প্রায় ৮০ হাজারে নেমেছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি সংশোধনসংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের অগ্রগতি তুলে ধরার সময় তিনি এ দাবি করেন।

আখতার আহমেদ বলেন, ‘প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধনসংক্রান্ত আবেদন কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি, ভবিষ্যতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না।’

ইসির জ্যেষ্ঠ সচিব জানান, এ বছরের ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। ৩০ জুন পর্যন্ত ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি। সব মিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।

প্রতি মাসে আগে যেখানে গড়ে ১ লাখ ৯২০ করে আবেদন পড়ত, এখন তা কমে এসে প্রায় ৮০ হাজারে নেমেছে বলে জানান তিনি।

জ্যেষ্ঠ সচিব বলেন, এনআইডি সংশোধনের মাত্রা দেখে চারটি ক্যাটাগরি করে ইসি সচিবালয়। প্রয়োজনীয় তথ্য পূরণ, দলিল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে এনআইডি সংশোধন করে দেওয়া হয়। ২০২০ সাল থেকে এ-সংক্রান্ত ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি আবেদন করা হয়। চার ক্যাটাগরিতে আবেদন নিষ্পন্ন হয় ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি।

আখতার আহমেদ বলেন, ‘আমার মনে হয়, নাগরিক সেবার ক্ষেত্রে মানুষের ভোগান্তির মাত্রাটা কমেছে। ছয় মাসে তুলনামূলকভাবে আবেদনের সংখ্যাও কমেছে। আগামী কয়েক মাসে তা সন্তোষজনক পর্যায়ে আসবে। তখন হয়রানির অভিযোগগুলো হয়তো আর থাকবে না।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর নানা অভিযোগের ভিত্তিতে কয়েকজন রাজনীতিকসহ অনেকের এনআইডি ‘লক’ করা হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান সচিব। তিনি বলেন, ‘নানা কারণে এনআইডি লক করা হয়ে থাকে। বিশেষ করে এনআইডির অপব্যবহার রোধে তা করা হয়। এমনকি আমারটাও নাকি লক করা আছে। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তথ্য না নেওয়াই ভালো।’

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান