হোম > জাতীয়

সচিবালয় থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

আজকের পত্রিকা ডেস্ক­

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

বঙ্গভবনের দরবার হলের পর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। গত রোববার নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখা যায়। ওই দিনই দরবার হল থেকে ছবিটি সরানো হয়।

এরপর গত সোম-মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানান।

অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সোমবার সচিবালয়ে যান। এই উপদেষ্টা আসার আগেই তাঁর দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের সরিয়ে ফেলা হয়।

একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর পর সচিবালয়ের যেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিল, তার সবগুলো সরিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘আগের সরকারের সময় প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর অনেক দপ্তর ফাঁকা পড়ে ছিল। সেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল। বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখার পর সরকারে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।’

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ