হোম > জাতীয়

আড়াই হাজার শিক্ষক নিয়োগের প্রশ্নে এনটিআরসিএর আপিলের আদেশ কাল 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী প্রায় দুই হাজার ৫০০ চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করার হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের আদেশ দেওয়া হবে আগামীকাল সোমবার। আজ রোববার শুনানি শেষে এই তারিখ ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ। 

আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মো. মহিউদ্দিন হানিফ।

গত ১৪ জুন এই আপিল করা হয়। ২২ জুন চেম্বার জজ বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন আপিলটি।

গত ৬ মে এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সুপারিশের সময় দেওয়া হয় সাত দিন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। 
একই সঙ্গে, ৫৪ হাজার নিবন্ধনধারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৩০ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এনটিআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি শেষে এই আদেশ দেন। পরে ৩১ মে আরেক দফা শুনানি শেষে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএ কে নির্দেশ দেন। তবে ৫৪ হাজার নতুন নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর নিয়োগের সুপারিশ করার নির্দেশের বিরুদ্ধে আপিল করেন এনটিআরসিএ। 

গত ৭ মার্চ এই মামলার শুনানিতে আগের সনদধারীদের নিয়োগের সুপারিশ করতে ১৫ দিন সময় দিয়েছিলেন আদালত। একই সঙ্গে আদালতের রায় বাস্তবায়ন করার নির্দেশ দেন। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক আদেশে ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার সুপারিশ করতে নির্দেশনা দিয়ে এক রায় দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের রায় বাস্তাবায়ন না করেই পুনরায় শিক্ষক নিবন্ধনের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার এই মামলা হয়। 

বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই নিয়োগের বিষয়ে নানা অনিয়ম চলে। ১ থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় প্রায় দেড় হাজার জন উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ না দিয়েই নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে থাকে। এই পর্যায়ে ২০১৭ সালে উত্তীর্ণ কয়েকশ চাকরি প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১৭ সালের ২৮ মে হাইকোর্ট এক আদেশে নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাঁদেরকেও সনদ দেওয়ার নির্দেশ দেন। এরপর একই বছরের ১৪ ডিসেম্বর এক রায় দেন। রায়ে সনদধারীদেরকেও নিয়োগের সুপারিশ করতে বলেন। তাদের নিয়োগ না দিয়ে নতুন বিজ্ঞপ্তি না দিতে নির্দেশ দেন। এরপরই আগের রিট আবেদনকারীরা আদালত অবমাননার মামলা করেন। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির