হোম > জাতীয়

আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য আনারের মরদেহের বিষয়ে সর্বশেষ তথ্য আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন। ভারতের পুলিশও কাজ করছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যারা খুন করেছেন সবকিছুরই খবর পাওয়া গেছে। তাঁরা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই অবশিষ্ট আছে। তাঁর মরদেহ পাওয়ার নিয়ে প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, কিছু আমরা পাব।’

মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না—সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’

মরদেহ না পেলে তাঁর আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’

এ বিষয়ে স্পিকারকে আপনার অবহিত করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তাঁরাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি