হোম > জাতীয়

আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য আনারের মরদেহের বিষয়ে সর্বশেষ তথ্য আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন। ভারতের পুলিশও কাজ করছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যারা খুন করেছেন সবকিছুরই খবর পাওয়া গেছে। তাঁরা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই অবশিষ্ট আছে। তাঁর মরদেহ পাওয়ার নিয়ে প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, কিছু আমরা পাব।’

মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না—সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’

মরদেহ না পেলে তাঁর আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’

এ বিষয়ে স্পিকারকে আপনার অবহিত করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তাঁরাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম