ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া আরও ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাঁদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজই এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়।