হোম > জাতীয়

হজ নিয়ে শিগগিরই ডিক্রি দেবে সৌদি আরব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বছর হজ অনুষ্ঠিত হবে কি না, এ বিষয়ে কম সময়ের মধ্যেই সৌদি সরকারের পক্ষ থেকে ডিক্রি জারি হবে। সফররত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে রোববার বৈঠকে এ কথা জানিয়েছেন সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ। 

সাক্ষাতে ধর্ম প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান। এ সময় সৌদি মন্ত্রী জানান, রাজকীয় সৌদি আরব সরকারের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে ফরমান (ডিক্রি) জারি করা হবে। 

ফরিদুল হক খান সৌদির মন্ত্রীকে জানান, কোভিড-১৯ মহামারি উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠেয় হজে অংশগ্রহণের অভিপ্রায়ে বাংলাদেশের হজযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। 

ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের জন্য বরাদ্দ কোটার পূর্ণসংখ্যক হজযাত্রী প্রেরণের প্রস্তুতির বিষয়টি অবহিত করলে সৌদি হজমন্ত্রী জানান, আসন্ন সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের সময় যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে। ড. তাওফিক আরও জানান, ওমরাহ যাত্রীরা পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন। 

ধর্ম প্রতিমন্ত্রী সৌদি সরকারের আমন্ত্রণে জেদ্দায় ২১-২২ মার্চ অনুষ্ঠেয় হজ ও ওমরাহ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফর করছেন। ২৫ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন