হোম > জাতীয়

চট্টগ্রামে শপিংমলে ক্রেতা নেই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।

নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।

রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু