হোম > জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতায় জোর যুক্তরাষ্ট্রের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত আলাদা বৈঠকে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় আবারও জোর দিয়েছে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে।
 
শোলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে আলাপ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। 

মার্কিন এই কূটনীতিক এক্স-পোস্টে (সাবেক টুইট) বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও আলাপ হয়েছে তাঁদের মধ্যে।’
 
শোলেকে মোমেন বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে সোমবার আলাদা বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

আজরা জেয়া এক্স-পোস্টে (সাবেক টুইট) বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বৈঠকে আলাপ হয়েছে।’

দুই বৈঠকেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে বলে কূটনীতিকেরা জানান। 

উভয় মার্কিন কর্মকর্তা ঢাকায় তাঁদের সাম্প্রতিক পৃথক সফরেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় জোর দিয়েছিলেন বলে কূটনীতিকেরা জানান।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী