হোম > জাতীয়

কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা  

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়। ছবি: সংগৃহিত

সরকার ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে।

দেশটির পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে। সেখানকার গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে। উগ্রবাদী একটি গোষ্ঠী আগরতলা মিশনে ঢুকে গত মঙ্গলবার হামলা চালায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় দুই মিশন প্রধানকে অনতিবিলম্বে ঢাকায় আসতে নির্দেশ দেয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মূলত পরামর্শের জন্য (কনসালটেশন) দুই মিশনপ্রধানকে সদরদপ্তরে ডাকা হলেও তাঁদের কর্মস্থলে ফেরা বিলম্বিত করা হতে পারে। এতে মিশন দুটি সাময়িকভাবে তুলনামূলকভাবে অধস্তন কর্মকর্তা দ্বারা পরিচালিত হতে পারে।

কলকাতা মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিকদারকে আপাতত ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।

অন্যদিকে, কলকাতা মিশনের উপ-হাইকমিশনার হিসেবে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) শাবাব বিন আহমেদের নাম প্রস্তাব করা হলেও ভারত এ বিষয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সম্মতি জানায়নি।

অন্যদিকে, আগরতলা মিশনে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ঢাকার পথে রয়েছেন। তাঁকেও সাময়িকভাবে ঢাকায় অবস্থান করতে বলা হতে পারে।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির