হোম > জাতীয়

সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার বিচার দাবি যুক্তরাষ্ট্রের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিশদ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করারও দাবি জানান ও ভুক্তভোগীর দ্রুত আরোগ্য কামনা করেন। 

রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়ায় স্ত্রী রুবায়দা রাখিসহ থাকেন মাহিনুর খান (৩৭)। স্বামী-স্ত্রী দুজনেই বাসা থেকে অনলাইনে খাবার বিক্রি করেন। 

রুবায়দা রাখি জানান, গত শুক্রবার (১৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে মাহিন কিছু কেনাকাটার জন্য বাসার উল্টো দিকের দোকানে যান। দোকানের সামনে তাঁকে বেদম মারপিট করা হয়। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। 

রুবায়দা রাখি বলেন, মাহিনুর আহমেদের ওপর কেন হামলা হয়েছে তা বুঝতে পারছি না। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ঘটনাটি পুলিশ জেনেছে। ভুক্তভোগীকে থানায় এসে একটি লিখিত অভিযোগ দিতে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তিনি আসেননি। 

ঘটনার বিষয়ে ওসি বলেন, মুদি দোকানের সামনে তিনজন দুর্বৃত্ত মাহিনুর আহমেদের ওপর হঠাৎ হামলা চালায়। তিনজনের মধ্যে দুজন তাঁকে চড়-থাপ্পড় ও লাথি মারে। একজনের হাতে রড ছিল। সে সেটি দিয়ে আঘাত করে। পরবর্তীতে আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাসায় আছেন। 

কেন হামলা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ভুক্তভোগীকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। মামলার পরে তদন্ত করে ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যাবে কী কারণে হামলা হয়েছে। 

জুলকারনাইন সায়ের খান সামি যুক্তরাজ্য থেকে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার হয়ে কাজ করেন।

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম