হোম > জাতীয়

ছুটিতে গ্রামে গিয়ে নির্বাচন করতে চেয়ে সভা: সেই সচিবকে ওএসডি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সম্প্রতি ‘চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের নির্বাচনী প্রচার’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজাকে আইনি নোটিশ পাঠান হাইকোর্টের এক আইনজীবী। এরপরই খাজা মিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটি পথসভা ও মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া। এসব সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।

অপর প্রজ্ঞাপনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। 

এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। সেই আদেশটি বাতিল করা হয়েছে। 

একই সঙ্গে চুক্তিতে এক বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি

রামপুরায় ২৮ জন হত্যা: সাবেক দুই বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

পাঁচ সদস্যের কমিশন, চার বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী