হোম > জাতীয়

ছুটিতে গ্রামে গিয়ে নির্বাচন করতে চেয়ে সভা: সেই সচিবকে ওএসডি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সম্প্রতি ‘চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের নির্বাচনী প্রচার’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজাকে আইনি নোটিশ পাঠান হাইকোর্টের এক আইনজীবী। এরপরই খাজা মিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটি পথসভা ও মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া। এসব সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।

অপর প্রজ্ঞাপনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। 

এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। সেই আদেশটি বাতিল করা হয়েছে। 

একই সঙ্গে চুক্তিতে এক বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপে জোর

তারেক রহমানকে শোক বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা

রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার ১৪৫৬৯: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাড়িতে ৩৭ লাখ টাকা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

হত্যা মামলায় দীপঙ্কর রিমান্ডে, কাজী জাফরউল্লাহ আরেক মামলায় গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনা ইসি সচিবের কানে আসেনি