হোম > জাতীয়

আয় দিয়ে ব্যয় মেটাচ্ছে মেট্রোরেল, জানালেন ডিএমটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল উদ্বোধনের পর এখন পর্যন্ত আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। আর এ আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক। 

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

সিদ্দিক বলেন, ‘উদ্বোধনের পর থেকে দুই মাস আট দিনে ৭ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে মেট্রোরেলে। এ সময় আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। “এমআরটি পাস” বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০ টি।’ 

গত বছর ২৮ ডিসেম্বর আগারগাঁও থেকে উত্তরা (দিয়াবাড়ি) পর্যন্ত চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও পর্যায়ক্রমে চালু হয়েছে আরও পাঁচটি স্টেশন। 

আজ এমএএন সিদ্দিক জানান, আগামী ১৫ মার্চ থেকে খুলে দেওয়া হবে মিরপুর-১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন। 

বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল। তবে আগামী জুলাই থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে তার স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসে এ কাজ শেষ হবে। এরপর ওই রুটের ট্রায়াল শুরু হবে।’ 

উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এটি এমআরটি লাইন-৬ নামে পরিচিত। 

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয় ৮৮ লাখ টাকা।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন