হোম > জাতীয়

আয় দিয়ে ব্যয় মেটাচ্ছে মেট্রোরেল, জানালেন ডিএমটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল উদ্বোধনের পর এখন পর্যন্ত আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। আর এ আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক। 

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

সিদ্দিক বলেন, ‘উদ্বোধনের পর থেকে দুই মাস আট দিনে ৭ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে মেট্রোরেলে। এ সময় আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। “এমআরটি পাস” বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০ টি।’ 

গত বছর ২৮ ডিসেম্বর আগারগাঁও থেকে উত্তরা (দিয়াবাড়ি) পর্যন্ত চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেল। শুরুতে দুইটি স্টেশন চালু হলেও পর্যায়ক্রমে চালু হয়েছে আরও পাঁচটি স্টেশন। 

আজ এমএএন সিদ্দিক জানান, আগামী ১৫ মার্চ থেকে খুলে দেওয়া হবে মিরপুর-১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন। 

বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলছে মেট্রোরেল। তবে আগামী জুলাই থেকে সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে তার স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসে এ কাজ শেষ হবে। এরপর ওই রুটের ট্রায়াল শুরু হবে।’ 

উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এটি এমআরটি লাইন-৬ নামে পরিচিত। 

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম ১০ দিনে মেট্রোরেলে চড়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। এতে মেট্রোরেলের আয় হয় ৮৮ লাখ টাকা।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন