হোম > জাতীয়

এক মাসে ধর্ষণের শিকার ৬২ জন: বাংলাদেশ মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর মে মাসে সারা দেশে ২৪৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬২ জন। এর মধ্যে ২০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। দুই কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। 

আজ রোববার নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। 

মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিলে ধর্ষণের ঘটনা ঘটেছিল ৪৬টি। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ জন কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ছয়জন কন্যাসহ সাতজন, এর মধ্যে একজন কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে দুটি। 

মহিলা পরিষদ বলছে, মে মাসে অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুজন, এর মধ্যে একজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন, এর মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এর মধ্যে দুজন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি। একজন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে সাতজন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া চারজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনজন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচজন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে একজন কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। তিনজন কন্যাসহ চারজন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এ ছাড়া একজন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। তিনজন কন্যাসহ চারজন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে দুটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। এ ছাড়া পাঁচজন কন্যাসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন