হোম > জাতীয়

সার্চ কমিটির জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেছে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে সার্চ কমিটির জন্য চার থেকে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। 

আজ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তিনটি প্রস্তাব দিয়েছি।’

জাপা চেয়ারম্যান জানান, প্রথমত জাপা চায় সুনির্দিষ্টভাবে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন হোক। আইন প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার সে বিষয়েও আলোচনা হয়। 

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আইন প্রণয়নের জন্য আমাদের আরেকটি প্রস্তাব ছিল তা হলো অধ্যাদেশ জারি। সবশেষে যদি সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন হয়, সেজন্য চার-পাঁচ জনের নাম প্রস্তাবও দেওয়া হয়েছে জাপার পক্ষ থেকে।’

জিএম কাদের বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের কথাগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন। প্রস্তাবগুলো পূরণের বিষয়ে আশ্বাসও দিয়েছেন।’

এর আগে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপার সঙ্গে আলোচনা শুরু করেন। দলটির চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও পার্টির আরও সাত সদস্য ওই সংলাপে অংশ নেন।

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম