হোম > জাতীয়

সার্চ কমিটির জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেছে জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে সার্চ কমিটির জন্য চার থেকে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। 

আজ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে এ তথ্য জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তিনটি প্রস্তাব দিয়েছি।’

জাপা চেয়ারম্যান জানান, প্রথমত জাপা চায় সুনির্দিষ্টভাবে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন হোক। আইন প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার সে বিষয়েও আলোচনা হয়। 

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আইন প্রণয়নের জন্য আমাদের আরেকটি প্রস্তাব ছিল তা হলো অধ্যাদেশ জারি। সবশেষে যদি সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন হয়, সেজন্য চার-পাঁচ জনের নাম প্রস্তাবও দেওয়া হয়েছে জাপার পক্ষ থেকে।’

জিএম কাদের বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের কথাগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন। প্রস্তাবগুলো পূরণের বিষয়ে আশ্বাসও দিয়েছেন।’

এর আগে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপার সঙ্গে আলোচনা শুরু করেন। দলটির চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও পার্টির আরও সাত সদস্য ওই সংলাপে অংশ নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন