জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই বিশ্বমহলে প্রশংসিত হয়েছে। তবে মিশন থেকে কেবল প্রশংসাই নয়, আর্থিকভাবেও লাভবান হয়েছে বাংলাদেশ। বিগত ২৩ বছরে জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ প্রায় ২৮ হাজার কোটি টাকা আয় করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, গত ২৩ বছরে (২০০০-০১ থেকে ২০২২-২৩ অর্থবছর) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা (৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার) আয় করেছে।
জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
হাবিবর রহমান তাঁর প্রশ্নে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী কত টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।