হোম > জাতীয়

তিন কারণে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন খারিজ করল বিইআরসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুস্পষ্ট তিন কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিদ্যুতের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে কী প্রভাব পড়বে সে বিষয়ে বিপিডিবির আবেদনে কোনো পর্যালোচনা নেই। এতে তথ্য-উপাত্তের অস্পষ্টতার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র থেকে কোম্পানিগুলোর সরাসরি বিদ্যুৎ কেনার তথ্যও গোপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল দাম না বাড়ানোর পেছনে এসব কারণ ব্যাখ্যা করেন।  

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব খারিজের পর্যবেক্ষণে কমিশন বলেছে, ‘বিদ্যুতে পাইকারি দাম পুনর্নির্ধারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে আবেদন করেছে, সেখানে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের ভোক্তাপর্যায়ে অনিবার্য প্রভাব বিষয়ে বক্তব্য স্পষ্ট নয়। একই সঙ্গে এই মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্য ও মানুষের জীবনযাত্রায় কী প্রভাব ফেলবে তার ব্যাখ্যা নেই।’ 

এতে আরও বলা হয়, ‘দাম বাড়ানোর এই আবেদনে তথ্য-উপাত্তের অস্পষ্টতা আছে। এ কারণে বিপিডির আবেদন যথাযথভাবে বিশ্লেষণ করা যায়নি।’ 

তৃতীয়ত, বিদ্যুতের বৃহৎ ক্রেতা হিসেবে বিপিডিবি ছাড়াও অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ কেনে। বিইআরসির কাছে জমা দেওয়া আবেদনে এ তথ্য দেওয়া হয়নি।

এই তিন কারণে বিইআরসি বিদ্যুতের পাইকারি মূল্যহার আগেরটাই বহাল রেখে দাম বাড়ানোর আবেদন খারিজ করে দেয়।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই