প্রবাসী কর্মীদের জন্য ৭০টি হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিগুলোতে (আইএমটি) এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নির্দেশে সারা দেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) আওতাধীন ৬৪টি টিটিসি ও ৬টি আইএমটিতে প্রবাসী কর্মীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই হেল্প ডেস্ক থেকে বিদেশ প্রত্যাগত, বিদেশ গমেনর জন্য ইচ্ছুক এবং বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা হবে। টিটিসি ও আইএমটি সমূহের যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় ফোন নম্বর বিএমইটি’র ওয়েবসাইটে www. bmet. gov. bd এবং সংশ্লিষ্ট টিটিসি ও আইএমটি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।