হোম > জাতীয়

যৌথ বাহিনীর ৭ দিনের অভিযানে গ্রেপ্তার ৩৯০

বাসস, ঢাকা  

প্রতীকী ছবি

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি, মাদকাসক্ত ও দালাল চক্রের সদস্যরা রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট এবং অন্যান্য বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম চালায়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রেও নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পেশাদারত্বপূর্ণ এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত