হোম > জাতীয়

দেশে আর কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে থাকলেও পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনৈতিক সংকট ছিল। নির্বাচনের পর কূটনীতিকেরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে কি বলা যায়, কূটনৈতিক সংকট যেটি ছিল, সেটি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো তা আছে? 

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না, তবে আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল। অবশ্যই আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সে রকম কোনো কূটনৈতিক সমস্যার সম্ভাবনা নেই।’ 
 
ভারতীয় হাইকমিশনার বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ—এগুলো সব সময় প্রয়োজন হয়। যেসব সমস্যা এবং আইনে যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকে একই রয়েছে।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কি না এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’ 

হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ভারতে ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের ১ হাজার ২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ভারতের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে।’

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়