হোম > জাতীয়

সুন্নত পড়ে মসজিদে আসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি ওয়াক্তের সুন্নত ও নফল নামাজ বাড়িতে আদায় করে মসজিদে ফরজ নামাজ পড়ার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। 

আজ মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসল্লিরা নামাজ আদায়ের ক্ষেত্রে মসজিদে গিয়ে শুধু ফরজ নামাজ পড়তে পারবেন। এছাড়া প্রতিটি মসজিদের অজুখানা জীবাণুনাশক সাবান অথবা স্যানিটাইজার রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে নামাজ আদায়কালে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মুসল্লিরা মসজিদে সংরক্ষিত কার্পেট, জায়নামাজ ও টুপি ব্যবহার করতে পারবেন না। 
একইভাবে দেশের অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে। 

এসব নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মসজিদ কিংবা উপাসনালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে কাজ করার অনুরোধ জানানো হয়।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন