হোম > জাতীয়

সোমবার সিনোফার্ম, মঙ্গলবার মডার্নার টিকা প্রয়োগ শুরু  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।

শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
 
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন। 

এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত