হোম > জাতীয়

ঢাকার আদালতে হুইলচেয়ার পাবেন অসুস্থ ও চলাফেরায় অক্ষম আসামিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

এখন থেকে অসুস্থ ও সাধারণভাবে চলাফেরায় অক্ষম আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হুইলচেয়ার সুবিধা পাবেন। আজ বুধবার আসামিদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তিনটি হুইলচেয়ার দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় সিএমএম মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইলচেয়ার প্রদান করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্য ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার দেওয়া প্রসঙ্গে সিএমএম মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আসা অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির