হোম > জাতীয়

পরিবারকল্যাণ পরিদর্শিকা: নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মনোনয়ন প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 

বিভিন্ন জেলার ২৫ জন নিয়োগপ্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 

এ ছাড়া আবেদনকারীসহ যাঁরা যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া কেন সম্পন্ন করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এঁরা ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। দীর্ঘদিন পরিবারকল্যাণ পরিদর্শিকার অনেকগুলো পদ শূন্য থাকার পর ২০২০ সালের ১০ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১ হাজার ৮০টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময় মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে অনিয়মের অভিযোগ তুলে ১৪ জানুয়ারি পুরো মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে সংক্ষুব্ধ হয়ে তাঁরা রিট করেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন