হোম > জাতীয়

পরিবারকল্যাণ পরিদর্শিকা: নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মনোনয়ন প্রক্রিয়া বাতিল-সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 

বিভিন্ন জেলার ২৫ জন নিয়োগপ্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 

এ ছাড়া আবেদনকারীসহ যাঁরা যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া কেন সম্পন্ন করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এঁরা ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। দীর্ঘদিন পরিবারকল্যাণ পরিদর্শিকার অনেকগুলো পদ শূন্য থাকার পর ২০২০ সালের ১০ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১ হাজার ৮০টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময় মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে অনিয়মের অভিযোগ তুলে ১৪ জানুয়ারি পুরো মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে সংক্ষুব্ধ হয়ে তাঁরা রিট করেন।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা