মহামারি করোনায় অক্সিজেন সংকট দূর করতে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে কেনা হবে এই অক্সিজেন প্ল্যান্ট। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এতে কত টাকা খরচ পড়ছে তা জানাননি তিনি।
ক্রয় কমিটির ভার্চুয়াল সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘ক্রয় কমিটির বৈঠকে অক্সিজেন কেনার বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। তবে দাম ও অন্য বিষয়গুলো পরবর্তী সভায় পাওয়ার পর তা জানা যাবে।’
গতকাল ক্রয় কমিটির সভায় অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হলে সবগুলোই অনুমোদন পায়। এগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচটি, খাদ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি করে প্রস্তাব ছিল।
এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে ভারত থেকে ১৬০ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি, ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন চাল আমদানিতে খরচ হবে ৩৭৭ দশমিক ৮৮ ডলার।
অনুমোদন পাওয়া ১১টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবের জন্য মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৪২ কোটি ৮০ লাখ ২ হাজার ১৭৬ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ব্যয় হবে ৯১০ কোটি ৯৭ লাখ ২৮ হাজার ৬৯৯ টাকা এবং বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৪৩১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭৭ টাকা।