হোম > জাতীয়

সাংসারিক বিরোধে খুন হয়েছেন ময়না মিয়া: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ধর থেকে মাথা নেই। কাঁধ থেকে হাত নেই। ঊরু থেকে পা নেই। শুধু দেহটা বস্তায় ভরে ফেলে রেখে গেছে। আজ রোববার রাত ৯টায় রাজধানীর মহাখালী কাঁচা বাজার এলাকায় এমন একটি দেহ উদ্ধার করে বনানী থানা-পুলিশ। ঘটনার ঠিক এক ঘণ্টা পর পাশেই মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ড্রামের ভেতর থেকে দুই হাত পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরে জানা যায়, শরীরের খণ্ডিত এই অংশগুলো একই ব্যক্তির।

চাঞ্চল্যকর এই ঘটনায় উদ্ধারকৃত মরদেহের আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই যুবকের মাথা খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার এই যুবকের নাম ময়না মিয়া। পেশায় সিএনজি চালক। ১৯৮৩ সালে জন্ম নেওয়া ময়না মিয়ার দেশের বাড়ি সিলেটে। কিন্তু কিশোরগঞ্জ শ্বশুর বাড়িতে থাকেন। ময়নার দুই বউয়ের মধ্যে একজন কিশোরগঞ্জ ও অন্যজন ঢাকায় থাকে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে দুই স্ত্রী নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে আমরা জেরা করার জন্য তাঁর দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছি। তবে প্রথম স্ত্রীকে এখনো খুঁজে পাইনি।

মাথা হাত পা ছাড়া দেহ উদ্ধারের পর গতকাল রাতেই বনানী থানার এসআই রাজিব তালুকদার বলেন, মসজিদ গলিতে একটি বস্তায় সন্দেহভাজন কিছু পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধারকৃত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান