হোম > জাতীয়

মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আদালতগুলো ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিভিন্ন মামলায় কমসংখ্যক অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তা সত্ত্বেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন দেশগুলোর মধ্যে গত বছর বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে।

আদালতগুলো ২০২২ সালে ১৬৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর ২০২১ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৮১ ব্যক্তিকে। এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ধর্ষণ ও মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার প্রকাশিত এক বৈশ্বিক প্রতিবেদনে এ কথা বলেছে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিশরে, ৫৩৮ ব্যক্তিকে। এরপরই আছে বাংলাদেশ (১৬৯)। এ ছাড়া ভারতে ১৬৫, পাকিস্তানে ১২৭, ইন্দোনেশিয়ায় ১২১ এবং ইরাকে ১১২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

একই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা বর্তমানে প্রায় ২ হাজার। 

গত বছর জাতিসংঘের ১৯৩ সদস্য-রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ মাত্র ১৯টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, চীন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মিয়ানমার, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেন। 

কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের মধ্যে কেবল বাংলাদেশ ও সিঙ্গাপুরেই গত বছর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন