হোম > জাতীয়

বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান হোটেল মালিকেরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক-নার্সরা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। চিকিৎসক-নার্সদের থাকার ব্যবস্থা করা হলেও হোটেল মালিকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো হোটেল মালিকদের বকেয়া পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। ৩০ জুনের মধ্যে তাঁদের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাইদুল আলম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বকেয়া টাকা না পাওয়ায় বিভিন্ন হোটেলের ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনাকালে বিদেশি অতিথি দেশে আসা বন্ধ ছিল। হোটেল পর্যটন বিভাগ বিপর্যস্ত আছে। এমন পরিস্থিতিতে সরকারের অনুরোধে গত বছর তাঁরা হোটেল খোলা রেখে চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের বকেয়া পরিশোধ করা হয়নি। এতে হোটেল মালিকরা বিপাকে পড়েছেন।

মানববন্ধনে তাঁরা এক বছরের রেফার্ড পেমেন্টের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তাঁরা এক বছরের জন্য ভ্যাট ও বিনা সুদে ইউটিলিটি বিল পরিশোধের দাবি জানান।

হোটেল মালিকেরা জানান, হোটেলগুলো মূলত বিদেশি অতিথিদের ওপর নির্ভরশীল। করোনার কারণে বিদেশি অতিথিরা দেশে না আসায় ১০ থেকে ১৫ শতাংশ সিট খালি রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। হোটেল মালিকদের ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হতো বিদেশি অতিথিদের মাধ্যমে; যা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম