হোম > জাতীয়

আশুলিয়ায় হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক দুই অভিযোগে শেখ হাসিনা, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭০ জনের নাম উল্লেখ করা হয়।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আশুলিয়ায় নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলনকারী সাধারণ ছাত্র–জনতাকে হত্যা করে লাশ পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় নিহত আস সাবুরের ভাই রিজওয়ানুল ইসলাম ও নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম পৃথক অভিযোগ করেন।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করা হয়। তাদের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন হুজ্জাতুল ইসলাম খান।

৫ আগস্ট আস-সাবুর, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, সাজ্জাদ হোসেন সজল এবং বায়েজিদকে হত্যা করে আশুলিয়া থানার সামনেই পুলিশ ভ্যানে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

গণহত্যার ঘটনায় এ নিয়ে তদন্ত সংস্থায় মোট ১৪টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ১৩টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ও একটি হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনায়।

পৃথক দুই আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৭০ জনকে আসামি করা হয়েছে।

এরমধ্যে আস সাবুরের ভাই রিজওয়ানুল ইসলামের অভিযোগে ৩০ জনকে এবং সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগমের অভিযোগে ৪০ জনকে আসামি করা হয়।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক