হোম > জাতীয়

জুলাইয়ের ভয়াবহতার ইঙ্গিত আগস্টেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছরের মার্চ মাসে দেশে করোনা-ভাইরাস শনাক্তের পর থেকে সংক্রমণ বাড়লেও সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে গত জুলাইয়ে। এই মাসেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৮২ জন। করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের। এর আগে কখনো এক মাসে এত মৃত্যু বা শনাক্ত হয়নি।

গত জুলাই মাসের তাণ্ডবের ইঙ্গিত দেখা দিচ্ছে চলমান আগস্টেও। সেটা অন্তত গত ২৪ ঘণ্টার করোনাভাইরাসের আক্রান্ত ও শনাক্তের চিত্র দেখেই বোঝা যায়। ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। মৃত্যু হয়েছে ২৪৬ জনের। আগস্টের প্রথম দিনে দেশে প্রায় ১৫ হাজার করোনা শনাক্ত হয়। এ দিনও ২৩১ জনের প্রাণহানি ঘটে।

এর আগে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয় চলতি বছরের এপ্রিলে; ২ হাজার ৪০৪ জনের। সেই তুলনায় জুলাই মাসে ৩ হাজার ৭৭৮ জন বেশি মারা গেছেন। ওই মাসে শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৪৭ হাজার ৮৩৭। সেই তুলনায় জুলাইয়ে ১ লাখ ৮৮ হাজার ৩৮৯ জন বেশি শনাক্ত হয়েছেন। এপ্রিলের পর বেশি মারা গেছে ও শনাক্ত হয়েছে চলতি বছরের জুন মাসে। 

২৪ ঘণ্টার সার্বিক চিত্র স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৯৭টি সক্রিয় ল্যাবে ৫৩ হাজার ৪৬২টি পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ১৫ হাজার ৯৮৯টি। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৯৭ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭৬ জন। আর খুলনা বিভাগে ৩০, চট্টগ্রাম বিভাগে ৬৪, রাজশাহীতে ২২, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ ও ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা