দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো শুনানি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবারের শুনানিতে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান ও পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারের বৈধ প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ তাদের মনোনয়ন বৈধই থাকল।
হাবিবুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর পরিশোধ না করার অভিযোগ ছিল।