হোম > জাতীয়

ভারত চায় পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে: মোদি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারত শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় এ কথা বলেন।

বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। তিনি বার্তায় বলেন, দুই দেশের ত্যাগ ও ইতিহাসকে ভিত্তি করে যে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে, সেখানে স্মারক হিসেবে ২৬ মার্চের আলাদা গুরুত্ব রয়েছে।

মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিস্তার লাভের মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে রইবে।

বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার আলাদা বার্তায় যথাক্রমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথমে, ‘পূর্বমুখী সক্রিয়তা’ এবং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় নীতির কেন্দ্রে আছে বাংলাদেশ। তাই গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে।

দ্রৌপদী মুর্মূ বলেন, দুই দেশের সম্পর্ক বহুমুখী। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য, বহুমাত্রিক যোগাযোগ, উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও মানুষে-মানুষে আদান-প্রদানের কথা উল্লেখ করেন তিনি।

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান