হোম > জাতীয়

ভারত চায় পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে: মোদি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারত শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় এ কথা বলেন।

বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। তিনি বার্তায় বলেন, দুই দেশের ত্যাগ ও ইতিহাসকে ভিত্তি করে যে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে, সেখানে স্মারক হিসেবে ২৬ মার্চের আলাদা গুরুত্ব রয়েছে।

মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিস্তার লাভের মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে রইবে।

বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার আলাদা বার্তায় যথাক্রমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথমে, ‘পূর্বমুখী সক্রিয়তা’ এবং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় নীতির কেন্দ্রে আছে বাংলাদেশ। তাই গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে।

দ্রৌপদী মুর্মূ বলেন, দুই দেশের সম্পর্ক বহুমুখী। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য, বহুমাত্রিক যোগাযোগ, উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও মানুষে-মানুষে আদান-প্রদানের কথা উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর