হোম > জাতীয়

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন

আজকের পত্রিকা ডেস্ক­

আগামী বছরে (২০২৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য তৈরি ২০২৫ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. সিরাজুল ইসলাম বলেন, ৭৬ দিন ছুটি ঘোষণা করে ছুটির তালিকা প্রস্তাব করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগির তা প্রকাশ করা হবে।

ছুটির তালিকার তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম প্রান্তিকের মূল্যায়ন ৫ মে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন চলবে ১৮ থেকে ২৮ আগস্ট। আর তৃতীয় প্রান্তিকে ১ থেকে ১০ ডিসেম্বর মূল্যায়ন চলবে।

২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে তা ভোগ করতে হবে। আর জাতীয় দিবসগুলো ‘যথাযথ মর্যাদায়’ বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে।

২০২৫ সালে শিবরাত্রি, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্র ও শনিবার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৪ দিন এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৩–এর তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক