বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের বৈদেশিক সহায়তা গ্রহণ সম্পর্কিত নিবন্ধন নবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার জার্মান ও ফ্রান্স দূতাবাস।
আজ মঙ্গলবার দুই দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে বলেছে, জার্মানি ও ফ্রান্স বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতা ও সব ধরনের মানবাধিকার রক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে।
এই প্রেক্ষাপটে বেসরকারি সংস্থা অধিকারের নিবন্ধনের আবেদন নাকচ হওয়ায় জার্মানি ও ফ্রান্স উদ্বিগ্ন।
উল্লেখ্য, ফ্রান্স ও জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকারকে মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে মানবাধিকার পদক দেয়।
এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো গত মে মাসে অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন নাকচ করে।