হোম > জাতীয়

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার চলছে: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ জন্য তিনি সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে এ ধরনের কোনো পোস্ট শেয়ার না করার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন ৷

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। 

দীপু মনি বলেন, ‘শিক্ষাক্রম থেকে কি বাদ দেওয়া হলো, কি যুক্ত করা হলো, সেটা যে কেউ চাইলেই তার পার্শ্ববর্তী স্কুলগুলোতে গিয়ে দেখতে পারেন। এর সত্যতা যাচাই করতে পারেন। কিন্তু সেটা না করে সামাজিক মাধ্যমে চলে আসা কিছু জিনিস অনেকে সত্য বলে ধরে নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী এ সময় শিক্ষার মান বৃদ্ধি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণার ওপর জোর দিতে হবে। 

সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের নিজ নিজ অর্জিত ডিগ্রি গ্রহণ করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহদী-আল-মাহমুদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তফা-ই-জামান আচার্য স্বর্ণপদক অর্জন করেন। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শামসুন নাহার ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য প্রদান করেন। 

সর্বোচ্চ সিজিপিএ’র ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৪ জন এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ৬ জন শিক্ষার্থী উপাচার্য স্বর্ণপদক অর্জন করেন। 

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন