হোম > জাতীয়

সৌদিতে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

চলতি বছর হজে গমনকারী পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। মৃত্যু হওয়াদের মধ্যে তিনজন মক্কায় ও দুজন মদিনায়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে সর্বশেষ বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার প্রতিবেদন অনুযায়ী সরকারি-বেসরকারি ৮৫ হাজার ৫১৩ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে। এখনো ৯১৭ জনের ভিসা সম্পন্ন হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব গেছেন ৩৭ হাজার ১১৫ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ জন। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জনের মধ্যে ৫ হাজার ৬২ জনের ভিসা সম্পন্ন হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ১২১ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এ বছর হজযাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ নারী ও ৬৫ শতাংশ পুরুষ রয়েছে। শতকরা ৯৯ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে এবং হজে গেছেন ৪৪ শতাংশ যাত্রী।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জামালপুর জেলার বকশিগঞ্জের হাফেজ উদ্দিন, রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান কবীর, পঞ্চগড় জেলার সদর উপজেলার আল হামিদা বানু, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদুজ্জামান ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খলিলুর রহমান।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে