হোম > জাতীয়

সৌদিতে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

চলতি বছর হজে গমনকারী পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। মৃত্যু হওয়াদের মধ্যে তিনজন মক্কায় ও দুজন মদিনায়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে সর্বশেষ বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার প্রতিবেদন অনুযায়ী সরকারি-বেসরকারি ৮৫ হাজার ৫১৩ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে। এখনো ৯১৭ জনের ভিসা সম্পন্ন হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব গেছেন ৩৭ হাজার ১১৫ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ জন। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জনের মধ্যে ৫ হাজার ৬২ জনের ভিসা সম্পন্ন হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ১২১ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এ বছর হজযাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ নারী ও ৬৫ শতাংশ পুরুষ রয়েছে। শতকরা ৯৯ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে এবং হজে গেছেন ৪৪ শতাংশ যাত্রী।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জামালপুর জেলার বকশিগঞ্জের হাফেজ উদ্দিন, রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান কবীর, পঞ্চগড় জেলার সদর উপজেলার আল হামিদা বানু, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফরিদুজ্জামান ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খলিলুর রহমান।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর