হোম > জাতীয়

এপারে মর্টার শেল পড়ার পর মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

কূটনৈতিক প্রতিবেদক, ডাকা 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ বৃহস্পতিবার বলেছেন, ‘বান্দরবান সংলগ্ন সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতায় সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।’

গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়া এবং সে দেশের অভ্যন্তরে অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে যাতে সে দেশের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য এ সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান শাহরিয়ার আলম। 

মর্টার শেল বাংলাদেশে এসে পড়ার ঘটনায় সরকার গত ২১ ও ২৯ আগস্ট ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 

সর্বশেষ গত ২৮ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল আছড়ে পড়েছে। অবশ্য কোনোটিই বিস্ফোরিত হয়নি। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের উত্তর মংডুর ৩৮ নং সীমান্ত পোস্ট সংলগ্ন এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইনের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। 

এ ছাড়া রাখাইনের পালেতুয়া এলাকায় সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন মিয়ানমার সেনা নিহত হয় বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন